নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাবেক কৃতী ফুটবলার, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও কাস্টম কর্মকর্তা সরোয়ার হোসেন আর নেই। গত বুধবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশকিছুদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। গতকাল কাস্টম হাউসে প্রথম জানাযা, বেলা সাড়ে ১১টায় এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় জানাযা এবং হাটহাজারী ধলই গ্রামে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এমএ আজিজ স্টেডিয়ামের জানাযায় সিটি মেয়র ও সিজেকেএস’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, তিন সহ-সভাপতি মোজাম্মেল হক, হাফিজুর রহমান, এডভোকেট শাহিন আফতাবুর রেজা, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোঃ আলমগীরসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলোয়াড়ী জীবনে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে দীর্ঘদিন ফুটবল খেলেছেন সরোয়ার। পরে চট্টগ্রাম ক্রীড়াঙ্গণে সংগঠক হিসেবে যোগ দিয়ে সিজেকেএস’র নির্বাহী সদস্য, ফুটবল সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ফুটবল খেলোয়াড় সমিতি সোনালী অতীত ক্লাবসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদেও ছিলেন সারোয়ার। পেশাগত জীবনে কাস্টমসের রাজস্ব কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন মৃত্যুকালের আগ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।