Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রীকে দেখতে লন্ডনে নওয়াজ

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষিত হওয়ার পর প্রথমবারের মত বিদেশ সফরে গিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত বুধবার অসুস্থ স্ত্রী বেগম কুলসুম নওয়াজকে দেখতে লন্ডনের উদ্দেশ্যে পাকিস্তান ত্যাগ করেন তিনি। কুলসুম নওয়াজ সেখানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। পাকিস্তানের দৈনিক দ্য ডনের খবরে বলা হয়, নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী পারভেজ রশিদ জানিয়েছেন, গত বুধবার মিয়া সাহেব (নওয়াজ শরীফ) তার চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে লন্ডনে গিয়েছেন। তার দুই ছেলে হাসান ও হোসেন নওয়াজ, মেয়ে আসমা নওয়াজ আগে থেকেই মায়ের কাছে রয়েছেন। লন্ডনে নওয়াজ দশ দিন থাকবেন। রশিদ বলেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে নওয়াজকে বিদায় জানান। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে তিনি পাকিস্তান ত্যাগ করেন। পথে দুবাইতে এক ঘণ্টার যাত্রাবিরতি দেবেন তিনি। রশিদ এ সময় নওয়াজ শরীফের দ্রæতই দেশে না ফেরার গুজবকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, দেশের জনগণ নওয়াজ শরীফকে পছন্দ করে। এমন অবস্থায় তিনি কেন দেশ ছেড়ে বাইরে থাকবেন? দেশের বর্তমান অবস্থা ২০০৭ সালের মতো না। তখন নওয়াজ দেশে ফিরতে চাইলেও তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ তাতে বাধা দিয়েছিলেন। গুঞ্জন উঠেছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ও জাতীয় জবাবদিহি দপ্তরের (এনএবি) তলব থেকে রক্ষা পেতে নওয়াজ শিগগিরই পাকিস্তানে ফিরছেন না। এদিকে, পাকিস্তানের প্রভাবশালী দল তেহরিক-ই-ইনসাফ বলেছে, নওয়াজ শরীফ দ্রæতই দেশে ফিরবেন এটা তাদের বিশ্বাস হয় না। এজন্য নওয়াজকে দেশত্যাগের অনুমতি না দেয়ার আহŸান জানিয়েছে দলটি। সাবেক এই প্রধানমন্ত্রীকে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ