Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মদ না পেয়ে মায়ের হৃদপিন্ড খেল সন্তান

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মদ খাওয়ার অর্থ না পেয়ে মা’কে হত্যা করার পর তাঁর হৃদপিÐ চিবিয়ে খেয়েছে ছেলে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুর শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল। নিহত ওই নারীর নাম ইয়েলাভা (৬৫)। তাঁর ছেলে সুনীল কুচাকুর্নিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কোলহাপুর শহরের শাহুপুরী থানার পুলিশ কর্মকর্তা সঞ্জয় মোর। সঞ্জয় বলেন, নির্মাণ শ্রমিক সুনীলের তিন সন্তান রয়েছে। তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে মুম্বাইতে বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন গত সোমবার রাতে সুনীল মাত্রাতিরিক্ত মদ পান করেন। সেদিনও বাড়িতে ঢুকেই তার মায়ের কাছে মদ খাওয়ার জন্য অর্থ চায়। তিনি অর্থ দিতে অস্বীকার করলে রেগে গিয়ে মায়ের মুখ চেপে ধরেন ও ছুরিকাঘাত করতে থাকে। মায়ের মৃত্যু হলে তাঁর শরীরের ভেতর থেকে হৃদপিÐ কেটে বের করেন সুনীল। পরে সেটি চাটনি ও লবণ দিয়ে তিনি খেয়েছেন বলে ধারণা করছে পুলিশ। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ