Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৌতিক চলচ্চিত্র দেখে আত্মহত্যা

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



ইনকিলাব ডেস্ক : ভারতের দক্ষিণ কলকাতায় এক শিক্ষার্থী ভৌতিক চলচ্চিত্র দেখে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে। কালিঘাট পুলিশ থানার একজন কর্মকর্তা জানান, সৃজন চৌধুরী (১৭) কলকাতার কালিঘাটের সাউথ পয়েন্ট স্কুলে একাদশ শ্রেণিতে পড়ত। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন ধরে তাঁদের ছেলে ভৌতিক চলচ্চিত্র দেখে অদ্ভুত আচরণ করত। তাকে বেশ হতাশগ্রস্ত মনে হতো। নিহতের মা বলেন, বন্ধুদের সঙ্গে এসব ‘হরর মুভি’ দেখে সে উ™£ান্ত ও কোনো কারণে বিষণœ থাকত। এ ব্যাপারে জিজ্ঞেস করলেও সে কিছু বলতে চাইত না। ঘটনার দিন রাতে দীর্ঘ সময় ডেকেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে সৃজনের লাশ ঝুলন্ত অবস্থায় পায়। তাঁরা কল্পনাও করেননি এমন হবে। পুলিশ জানায়, সৃজনের মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং কাদের সঙ্গে সে কথা বলত সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। থিয়েটারে ভৌতিক চলচ্চিত্র দেখার সময় যে বন্ধুরা তার সঙ্গে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ