Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় শিক্ষকদের মানববন্ধন

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা

সহকারী শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, পারস্পরিক বদলি বন্ধ, প্রধান শিক্ষকদের টাইমস্কেল ও জিপিএফ ফাইল অহেতুক ঢাকায় প্রেরণসহ বিভিন্ন হয়রানির প্রতিবাদে গতকাল রোববার লোহাগড়ায় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা গেটের সামনে সকালে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মধুমঙ্গল বিশ্বাস, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বিশ্বাস, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. চঞ্চল শেখ, মোল্লা আছাদুজ্জামান, মোল্লা জামাল উদ্দিন, ভরতচন্দ্র বিশ্বাস, শিক্ষক নেতা কাজী কামরুল হুদা, আজাদ হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটুর কাছে স্মারকলিপি প্রদান করেন। জানা গেছে, সরকারি নীতিমালা অনুসারে বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বদলি চালু আছে। কিন্তু আড়াই মাস অতিবাহিত হলেও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী নানা অজুহাতে গড়িমসির মাধ্যমে আজ পর্যন্ত উপজেলার কোনো শিক্ষকের বদলির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লোহাগড়ায় শিক্ষকদের মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ