Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ বন্দনায় মহারথীরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


২০০৬ সালে বাংলাদেশের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার সবশেষ টেস্ট সিরিজে খেলেছেন মাইকেল ক্লার্ক। খুব ভালো করতে পারেননি। ফতুল্লার প্রথম টেস্টের দুই ইনিংসে ফিরেছিলেন যথাক্রমে ১৯ ও ৯ রানে। চট্টগ্রামে জেসন গিলেস্পির ডাবল সেঞ্চুরির পাশে তাঁর ব্যাট থেকে এসেছিল ২৩ রান। এবার ঢাকায় বাংলাদেশের কাছে নিজের দেশের হার দেখেছেন ক্লার্ক। টুইটারে বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের। কিন্তু একই সঙ্গে জানিয়েছেন, এই টুইটটা যে তাঁকে করতে হবে, সেটা ভাবেননি অর্ধযুগে ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ককে, ‘বাংলাদেশকে অভিনন্দন। কখনো ভাবিনি আমাকে এমন টুইট করতে হবে। কিন্তু কৃতিত্বটা তাদের দিতেই হবে। এটা তাদের প্রাপ্য।’
শুধু ক্লার্কই নয়, অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর এই গৌরবোজ্জ্বল মুহূর্তে বাংলাদেশ অভিনন্দন পেল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছ থেকেও, ‘টানা দুই দিনে দুটি অঘটন। বাংলাদেশ ক্রিকেট দলের উজ্জীবনী এনে দেওয়া পারফরম্যান্স। টেস্ট ক্রিকেট সত্যিই জেগে উঠছে।’ বাংলাদেশের ক্রিকেট নিয়ে একবার খুবই আপত্তিকর মন্তব্য করেছিলেন বীরেন্দর শেবাগ। তিনিও টুইট করে অভিনন্দন জানিয়েছেন, ‘শাবাশ বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে হারাতে দুর্দান্ত খেলেছ।’ সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘শাবাশ বাংলাদেশ। দুর্দান্ত টেস্ট জয় আর শেষ পর্যন্ত কঠিন লড়াই করে যাওয়ায় তোমাদের অভিনন্দন। মন জিতে নিয়েছ তোমরা।’ আইসিসিও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশকে। অফিশিয়াল টুইটার থেকে টুইট করা হয়েছে, ‘ইতিহাস! ২০ রানের রোমাঞ্চকর এক জয় দিয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের প্রথম জয়ের ইতিহাস গড়ল।’ সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন টুইট করেছেন, ‘ঘুম থেকে উঠেই বাংলাদেশ থেকে আসা একটা দুর্দান্ত সুসংবাদ শুনলাম। সবাইকে শুভ সকাল।’ সামনে অ্যাশেজ। কাল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর যে খোঁচা হজম করেছিলেন, অস্ট্রেলীয় বন্ধুদের যেন তা ফেরত দিতে পারলেন ভন! মাহেলা জয়াবর্ধনে টুইট করেছেন, ‘দুর্দান্ত খেলে ঐতিহাসিক টেস্ট জিতে নিয়েছ বাংলাদেশ। ম্যাচটাও হয়েছে দারুণ।’



 

Show all comments
  • Md. Habibur Rahman Biplob ৪ সেপ্টেম্বর, ২০১৭, ৮:১৫ পিএম says : 0
    cÖev` Av‡Q mgq I ‡¯ªvZ me-mgq GK fv‡e hvq bv| mg‡q mv‡_ mv‡_ me wKQzi cwieZ©b nq GUvB Pig mZ¨| GUv Avgvi K_v bq eo eo gbxlviv GB K_v me mgq ej‡Zb Ges e‡j‡Qb| Avi GB K_v¸wj †h mZ¨ Zv Avgiv ¯^xKviI Kwi| ‡`Lyb bv kÖxjsKv wµ‡KU `j wek¦ wµ‡K‡U GKwU Ab¨Zg `j A_P Zviv GLb wek¦Kvc wµ‡K‡U †Kvqvwj dvB ivDÛ †Lj‡jB ïay n‡e bv Zv‡`i‡K GLb †KvqvwjdvB K‡i Zvici wek¦wµ‡K‡Ui PzovšÍ ivD‡Û DËxY© n‡q Zvici wek¦Kv‡c ‡Lj‡Z n‡e| ïay kÖxjsKv †Kb I‡qó BwÛR †h †`‡ki Ab¨Zg wµ‡KUvi eªv‡qb jviv, Bqvb wekc, M¨vix †mvevm©, wiPvW© n¨vWjx, †KvU©bx Iqvjvk, †KvU©bx G¨vg‡eªvm †`i g‡Zv wµ‡KUvi Rb¥ wb‡q‡Q Zv‡`i Ae¯’v GKevi wPšÍv Kiæb| GUvB wµ‡KU| Avgiv evsjv‡`k wµ‡KU‡KI †`‡LwQ| ZvivI GK mgq †Ljvi Av‡MB †n‡i †hZ| mg‡qi mv‡_ mv‡_ AvR ‡mB evsjv‡`k‡K A‡b‡KB fq cvq| mwZ¨ ej‡Z wK GB A‡÷ªwjqv hw` evsjv‡`‡ki Kv‡Q 2-0 e¨eav‡b wmwiR nv‡i, Avwg wKš‘ ‡gv‡UI AevK n‡ev bv| KviY wµ‡K‡Ui fvlv GUvB!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ