মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন জানিয়েছে, এবার তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য হবে মার্কিন নিয়ন্ত্রণাধীন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়াম। জাপানের উপর দিয়ে হুয়াসং-১২ নামের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থেকে উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার উত্তেজনা নতুন করে আবার বৃদ্ধি পেয়েছে। জাপানের ওপর দিয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেই ক্ষান্ত হয়নি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরো বেশি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার অঙ্গীকার করেছেন তিনি। জাতিসংঘের নিন্দা এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে তিনি এ অঙ্গীকার করে বলেন, পরমাণু ক্ষমতাধর তার দেশের উস্কানিমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল নিছক একটি ‘নাটক মঞ্চস্থ’ মাত্র। গত মঙ্গলবার জাপানের উপর দিয়ে মাঝারি পাল্লার হোয়াংসং-১২ নামের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এটি কোরীয় উপদ্বীপ অঞ্চলের পরিস্থিতিকে আরো উত্তেজনাপূর্ণ করে তোলে। কিমের বরাত দিয়ে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ং প্রয়োজনে ভবিষ্যতে আরো ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে। গত বুধবার সংবাদ মাধ্যম সিএনএন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, গত মঙ্গলবার দেশটির নেতা কিম জং-উনের নেতৃত্বে অতি আধুনিক রকেট সিস্টেম রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান থেকে থেকে নিক্ষেপ করা হয়। সিএনএন, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।