Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

লুটপাট, ডাকাতি রোধে কারফিউ

হিউস্টন পরিদর্শনে যাননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 


ইনকিলাব ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভির প্রভাব মোকাবিলারত যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম শহর হিউস্টনে ডাকাতি ও লুটপাট ঠেকাতে রাতের বেলা কারফিউ জারি করা হয়েছে। চার মাত্রার ঘূর্ণিঝড় হার্ভির প্রভাবে শহরটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে, ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। হার্ভির ক্ষয়ক্ষতি দেখতে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাস পরিদর্শন করেছেন। গত শুক্রবার রাতে ঘূর্ণিঝড় হার্ভি যে এলাকা দিয়ে স্থলে আঘাত হানে মঙ্গলবার সকালে প্রথমে সেই এলাকার শহর কর্পাস ক্রিস্টিতে যান ট্রাম্প, এ সময় যুক্তরাষ্ট্রের ফার্স্ট রেডি মেলানিয়া ট্রাম্পও তার সঙ্গে ছিলেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, হিউস্টনের জরুরি ত্রাণ কার্যক্রমে বিঘœ না ঘটাতেই সেখানে যাননি ট্রাম্প। হিউস্টনের মেয়র সিলভেস্টার টার্নার জানিয়েছেন, বিশাল এই শহরটিতে লুটপাট ঠেকাতে সান্ধ্য আইন জারি থাকা দরকার। অনির্দিষ্টকালের জন্য রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে বলে ঘোষণায় বলা হয়েছে। ত্রাণকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকরা, জরুরি উদ্ধারকারীরা এবং যারা কাজে যাবেন ও কাজ থেকে ফিরবেন, তাদের ক্ষেত্রে সান্ধ্য আইন প্রযোজ্য হবে না। খালি বাড়িগুলো থেকে মালামাল লুটপাট করা ও সম্ভাব্য অপরাধ তৎপরতা থেকে লোকজনকে বিরত রাখতে সান্ধ্য আইন সহায়তা করবে বলে জানিয়েছেন টার্নার। পুলিশ কর্মকর্তার ছদ্মবেশ ধরে অপরাধীরা লুটপাট ও ডাকাতি করছে বলে অভিযোগ করেছেন শহরটির কর্মকর্তারা। এপি, সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ