Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে ঋণের চেক ও বাইসাইকেল বিতরণ

প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের মির্জাপুরে মৎস্য চাষীদের মধ্যে ক্ষুদ্র ঋণের চেক ও লিফদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলার ১০টি ইউনিয়নের মৎস্য চাষী ও লিফদের মধ্যে ঋণের চেক ও সাইকেল বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি। উপজেলা পরিষদ মিলনাতনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাসিব খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফা ও মির্জাপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন প্রমুখ। পরে প্রধান অতিথি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি উপজেলা ৭ জন মৎস্য চাষীদের মধ্যে ৩ লাখ ৯১ হাজার টাকা ক্ষুদ্র মৎস্য ঋণের চেক ও ১০ জন লিফের মধ্যে ১০টি বাইসাইকেল বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মির্জাপুরে ঋণের চেক ও বাইসাইকেল বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ