Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোকলাম থেকে সেনা প্রত্যাহার হবে না : চীন

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : বিতর্কিত ডোকলাম মালভূমি থেকে সেনা প্রত্যাহার করবে না চীন। ডোকলাম নিয়ে ভারতের সঙ্গে মাসব্যাপী দ্ব›েদ্বর অবসানের পর বেইজিং এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং গত মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জানান, ডোকলাম মালভূমিতে চীনের সেনাদেরকে মোতায়েন রাখা হবে এবং আমরা ঐতিহাসিক কনভেনশন অনুযায়ী আমাদের সার্বভৌমত্বের চর্চা অব্যাহত রাখব। তবে যে রাস্তা তৈরি নিয়ে মূল সমস্যা তৈরি হয়েছিল সে সম্পর্কে বেইজিংয়ের ভবিষ্যত পরিকল্পনার কথা প্রকাশ করতে চাননি তিনি। রাস্তা তৈরির কাজ বন্ধ করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র জানান, রাস্তা নির্মাণসহ অন্য কোনো অবকাঠামো তৈরি হবে কিনা সে সংক্রান্ত প্রাসঙ্গিক সব বিষয়কে আমরা বিবেচনায় নেব। এর আগে ভারত সরকার ঘোষণা করে যে, ডোকলাম সীমান্ত নিয়ে তারা চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে এবং বেইজিং ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণার প্রশংসা করেছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ