Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলঙ্কার সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার সশস্ত্র বাহিনী ও সেনাবাহিনীর সাবেক প্রধান, বর্তমানে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনরত জেনারেল (অব.) জগৎ জয়সুরিয়ার নামে ব্রাজিল ও কলম্বিয়ায় যুদ্ধাপরাধের মামলা করেছে বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। গত বুধবার এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে। সাবেক জেনারেল জয়সুরিয়া তামিল বিচ্ছিন্নতবাদীদের বিরুদ্ধে গৃহযুদ্ধের শেষ দিকে ২০০৮-০৯ সালে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে চলা অভিযানের কমান্ডারের দায়িত্ব পালন করেছিলেন। ওই সময় শ্রীলঙ্কার উত্তর-পূর্ব অংশে তামিল অধ্যুষিত এলাকার হাসপাতালে হামলা এবং হাজারো নিরপরাধ তামিলকে অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আছে সেনাবাহিনীর বিরুদ্ধে। যুদ্ধের শেষ পর্যায়ে বিচ্ছিন্নতাবাদী নেতাসহ হাজার হাজার তামিল নিহত হয়েছিল; যুদ্ধের ওই পর্যায়ে উভয় পক্ষ নৃশংসতা দেখিয়েছিল বলে অভিযোগ আছে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ