রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ১ ইউপি সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ জানায়, গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলার কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মিরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান। দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দৌলতপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আব্দুল জোব্বারের স্ত্রী হাজেরা বিবি ও শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাজারামপুর গ্রামের সিরাজুল ইসলাম চৌধুরী (সেরা) নিজ নিজ আবেদন করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই সঙ্গে আলাদীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী জিয়াতগ্রামের আব্দুর রহমানের ছেলে মোশারফ হোসেনও তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে কাজিহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে একমাত্র পদপ্রার্থী রসুলপুর গ্রামের মৃত সোলায়মান আলীর ছেলে বছির উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাজিহাল ইউনিয়ন নির্বাচনে রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তার বলেন, কাজিহাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একমাত্র বছির উদ্দিন ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আর কেউ মনোনয়নপত্র দাখিল করে নাই। তাই তার কোন প্রতিদ্বন্দ্বি না থাকায়, তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।