Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিসিবির খরচ ৩০ লাখ ডলার!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সম্ভব্য যা কিছু করার সবই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী মাসে লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের একটা সিরিজ আয়োজন করেছে তারা। আর এজন্য পিসিবির খরচ আনুমানিক ৩০ লাখ ডলার! বোর্ডের এক কর্মকর্তা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মানিসহ আনুমানিক ৩০ লাখ ডলারের বাজেট ধরা হয়েছে। তিনি বলেন, ‘পিসিবি এ সিরিজ থেকে কোন লাভের চিন্তা করছে না। বিশ^ একাদশের সফরটিকে আমরা দেশে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ হিসেবে দেখছি।’ তিনি জানান, প্রচার সত্ত¡, স্পন্সরশীপ এবং টিকিট বিক্রি থেকে খরচের অর্থ যোগানোর চেষ্টা করা হবে। আগামী ১১-১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এ সংক্ষিপ্ত সফরের জন্য প্রত্যেক খেলোয়াড়কে ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার করে দেয়া হবে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে। ২০১৫ সালের মে মাসে পিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিমিত ওভারের সিরিজ আয়োজন করেছিল। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সল (আইসিসি) এ সফরকে অনুমোদন কিংবা সমর্থন দেয়নি। এবার বিশ^ একাদশের সফরে আইসিসি ম্যাচ রেফারী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে সব আম্পয়ারই হবে পাকিস্তানের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ