নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নেইমারের অভাব পূরণের লক্ষ্যে ইতোমধ্যে বরুসিয়া ডর্টমুন্ডের তরুণ ফরাসি স্ট্রাইকার ওসমান ডেম্বেলেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। কিন্তু ২০ বছর বয়সী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি নেইমারের অভাব পূরণের জন্যে বার্সায় আসেননি। একইসাথে বলেছেন, এখনো তিনি শিখছেন এবং ফুটবলের অনেক কিছুই এখনো তার শেখার বাকি।
আগেই জানানো হয়ছিল ডেম্বেলের বার্সায় যোগ দেওয়ার খবর। সব ধরনের ডাক্তারী পরীক্ষা শেষে পরশু আনুষ্ঠানিকভাবে ৫ বছরের জন্য কাতালান দলে যোগ দেন তিনি। এজন্য ১০৫ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে বার্সাকে। পারফরমেন্সের ভিত্তিতে ট্রান্সফার ফি’র পরিমান ১৪৫ মিলিয়ন ইউরো পর্যন্ত উঠতে পারে বলে শোনা যাচ্ছে।
তাকে দলে নিয়ে নেইমারের শুন্যতা কিছুটা হলেও পূরণ করতে চাইছে বার্সা। ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দিয়ে ট্রান্সফার ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছিলেন। ডেম্বেলের ট্রান্সফার ফি দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।
তবে স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ডেম্বেলে বলেন, ‘আমি এখানে নেইমারের স্থান পূরণ করতে আসিনি। চেষ্টা করবো নিজেকে আরো পরিণত করতে, দলকে সহযোগিতা করতে। আমার বয়স মাত্র ২০ এবং এখনো আমার অনেক কিছু শেখার বাকি আছে। এ কারনেই বড় একটি ক্লাবে আমি খেলতে এসেছি।’
চির প্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদের কাছ থেকে চ্যাম্পিয়নস লীগ ও লা লিগা শিরোপা ফিরিয়ে নেবার লক্ষ্যে বার্সেলোনার আক্রমনভাগে পাঁচবারের বিশ্বসেরা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে যোগ দিবেন ডেম্বেলে। আর মেসির সান্নিধ্যে আরো ভালভাবে ফুটবলকে জানাই হবে ডেম্বেলের মূল লক্ষ্য। এ সম্পর্কে ফরাসি এই উইঙ্গার বলেন, ‘লিওনেল মেসির সাথে একই দলে খেলাটা সত্যিই সৌভাগ্যের। সে বিশ্বের সেরা খেলোয়াড়, ইতিহাসের সেরা খেলোয়াড়। তার দলে খেলতে পেরে আমি সত্যিই খুশী। আমি অবশ্যই শিখবো, সে কিভাবে খেলে, মাঠ এবং মাঠের বাইরে আমি সবসময়ই তাকে অনুসরণ করবো।’ নেইমারের ছেড়ে যাওয়া ১১ নম্বর জার্সি গায়ে দিয়ে ডেম্বেলে সমর্থকদের সামনে হাজির হন।
মারলন সান্তোস, জেরার্ড ডেলোফু, নেলসন সেমেডো ও পলিনহোর পরে পঞ্চম খেলোয়াড় হিসেবে ডেম্বেলে এবারের গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দিলেন। চলতি মাস শেষে বন্ধ হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো। এর আগে অন্তত আরেকটি ট্রান্সফার লক্ষ্য স্থির করেছে কাতালান জায়ান্টরা। নিশ্চয় বুঝেছেন সেই নামটি ব্রাজিরিয়ান মিডফিল্ডার ফিলিপ কুতিনহো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।