Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের মাঠে গড়াচ্ছে বিপিএল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

এমনিতেই টানা বৃষ্টির কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা যাচ্ছে-তাই। তারউপর সূচীতে দু’দিন ছিলোনা ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। তবে দু’দিনের বিরতি শেষে আজ থেকে ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। লিগের ষষ্ঠ রাউন্ড পেরিয়ে এদিন শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ। একই ভেন্যুতে সন্ধ্যা সোয়া সাতটায় দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী লিমিটেড।
বিপিএলে ছয় ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থেকেই শিরোপার পথে এগিয়ে যাচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চতুর্থ রাউন্ডে তারা রহমতগঞ্জের বিপক্ষে গোলশূণ্য ড্র করেছিলো। তাদের পেছনেই রয়েছে চট্টগ্রাম আবাহনী। দলটি টানা পাঁচ ম্যাচ জিতে ষষ্ঠ ম্যাচে এসে গোলশূণ্য ড্র করে আরামবাগের বিপক্ষে। সমান ম্যাচে চট্টগ্রামের দলটি ১৬ পয়েন্ট পেলেও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে জায়গা হয়েছে তাদের। ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নবাগত শক্তি সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী রেসে কিছুটা পিছিয়ে পড়েছে। ছয় ম্যাচে তারা জয় পেয়েছে তিনটি। ড্র করেছে দু’টি। একটি হারও রয়েছে ঢাকার আকাশী-হলুদদের। তাও আবার ফরাশগঞ্জের কাছে। ১১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ লিগের শুরুর দিকে চমক দেখালেও গত কয়েক ম্যাচে জয়ের স্বাদ পায়নি। যদিও তারা এখনো সেরা পাঁচের মধ্যেই আছে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। তাদের পরের অবস্থানে আছে ঐতিহ্যবাহী মোহামেডান। এবারের লিগে এখনো জ্বলে না উঠতে পারলেও দুই ম্যাচ জিতে সাদাকালোরা ৬ পয়েন্ট পেয়ে রয়েছে সপ্তমস্থানে। তাদের সমান ৬ পয়েন্ট নিয়ে গোল গড়ে পিছিয়ে থাকায় অষ্টমস্থানে নেমে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। নবমস্থানে থাকা টিম বিজেএমসির পয়েন্ট ৫। একই পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ব্রাদার্স ইউনিয়ন। ছয় ম্যাচে মাত্র ৪ পয়েন্ট পেয়ে ১১তম স্থানে জায়গা হয়েছে আরামবাগ ক্রীড়া সংঘের। আর ৩ পয়েন্ট নিয়ে সব থেকে শোচনীয় অবস্থায় সবার শেষে রয়েছে ফরাশগঞ্জ স্পোটিং ক্লাব। আজ থেকে সপ্তম রাউন্ডের খেলা শুরু হলেও দুই ম্যাচ শেষেই আবারো বন্ধ থাকছে বিপিএলের খেলা। চার দিনের ঈদের ছুটি শেষে ৪ সেপ্টেম্বর থেকে ফের মাঠে গড়াবে এই লিগ। ওইদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে রহমতগঞ্জের মুখোমুখি হবে ফরাশগঞ্জ। আর দ্বিতীয় ম্যাচে লড়াই হবে শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ