Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত মহাসাগরে চীনের সামরিক মহড়া অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ভারত মহাসাগরে তাজা গুলি ব্যবহার করে সামরিক মহড়া চালিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি-নেভি (পিএলএএন)। এ ধরনের ঘটনা বিরল। যুদ্ধ পরিস্থিতিতে নৌবাহিনী যাতে আরো ভালোভাবে প্রস্তুত থাকতে পারে, সেজন্যই এই মহড়াটি চালানো হয়েছে। গত সপ্তাহে এই মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়, মহড়ায় তিনটি চীনা রণতরী অংশ নেয়। এগুলোর মধ্যে রয়েছে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ফ্রিগেট জিনঝু, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী চাওহু এবং ডেস্ট্রোয়ার চাঙচুন। কয়েক দিন ধরে চলা মহড়ায় শত্রু জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালানোর বিষয়টি গুরুত্ব পায়। ডোকলাম মালভূমিতে ভারত ও চীনের মধ্যকার বিরোধ অবসানের খবর প্রকাশিত হওয়ার পর এই মহড়ার কথা প্রকাশ করা হলো। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ