মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিক বাহিনীতে রূপান্তরকামীদের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে আবারও সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জের ধরে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দু›টি মামলা করেছে দেশটির মানবাধিকার গ্রুপ। গত সোমবার সিয়াটল এবং বাল্টিমুরের ফেডারেল আদালতে মামলা দু›টি দায়ের করা হয়। এক টুইটে ট্রাম্প স¤প্রতি মন্তব্য করেন, মার্কিন সেনাবাহিনীর কোনো বিভাগে রূপান্তরকামী কোনও ব্যক্তিকে যুক্তরাষ্ট্র সরকার গ্রহণ করবে না। আমাদের সেনাবাহিনীর একমাত্র লক্ষ্য হবে বিজয়। রূপান্তরকামীদের এই বাহিনীর সঙ্গে যুক্ত করে তাদের জন্য আমরা অত্যধিক চিকিৎসা ব্যয় এবং বাড়তি মনোযোগ দেওয়ার বোঝা টানতে পারি না। জেনারেল ও সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমি। একইদিনে ওই ঘোষণার সাপেক্ষে চাকরিক্ষেত্রে লিঙ্গ বৈষম্য জারি করার অভিযোগ এনে সে সময় সশস্ত্র বাহিনীর ৫ সদস্য মামলা করেন। গত শুক্রবার রূপান্তরকামীদের নিয়োগ নিয়ে নিষেধাজ্ঞা জারির আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান ট্রাম্প। ওইদিনেই বাল্টিমুরে মামলাটি করে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এবং সিয়াটলে মামলা করেছে এলজিবিটি গ্রুপস ল্যাম্বডা লিগ্যাল অ্যান্ড আউট সার্ভ-এসএলডিএন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।