Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মুসলিম ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক ডা. কাজী আবদুল মোন্য়েম (র.) রচিত ‘মুসলিম ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিশন ভবন অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। বইটিতে প্রথম তিনটি অধ্যায়ে মুসলিম সৃষ্টি সভ্যতা, মুসলিম আমলে শিক্ষা ব্যবস্থা এবং জ্ঞান-বিজ্ঞানে মুসলিম অবদান সম্পর্কিত তথ্য বিধৃত করা হয়েছে। এর পর কিভাবে যুগে যুগে ইসলামের মূলোচ্ছেদ প্রচেষ্টা করা হয়েছে লেখক তার বর্ণনা উপস্থাপন করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশের উদাহরণের পাশাপাশি তিনি ভারতবর্ষে মুসলমানদের পশ্চাৎপদ অবস্থার আনুষঙ্গিক কারণগুলো খুঁজে বের করতে প্রয়াসী হয়েছেন।
২১ জানুয়ারি অনুষ্ঠিত
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. এম. এহ্ছানুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও লেখক আ.শ.ম বাবর আলী এবং আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজমের সহকারী প্রফেসর মাওলানা মুহাম্মদ ওছমান গণি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘মুসলিম ঐতিহ্য’ বইয়ের মোড়ক উন্মোচন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ