Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে কোথাও আগের তুলনায় যানজট নেই -ওবায়দুল কাদের

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সারাদেশে কোথাও আগের তুলনায় যানজট নেই বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ও ভুলতা ফ্লাইওভার পরিদর্শনে এসে তিনি এ মন্তব্যে করেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের সেবায় মহাসড়কে বিপুল পরিমাণ জনবল কাজ করছে। ঈদে নিশ্চিন্ত ভ্রমণ রক্ষায় মহাসড়কগুলোও মেরামত করা হয়েছে। ফলে এবার ঈদেও মানুষজন শান্তিতে তার গন্থব্যে পৌঁছুতে পারবেন।
এ সময় মন্ত্রী সাংবাদিকদের পশ্নের জবাবে বলেন, দেশের দু এক স্থানে গাড়ী বিকল হয়ে যানজট সৃষ্টি হলেও বিপুল পরিমাণ ট্রাফিক বিভাগের লোকজনসহ ও বিভিন্ন বিভাগের অতিরিক্ত আইন শৃংখলা বাহীনি মোতায়েন থাকায় তা দীর্ঘস্থায়ী হয় না। এসব সাময়িক যানজটগুলোর কারণ উৎঘাটন করে দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেয়া আছে। এতে কারো অবহেলার কথা শুনতে পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কাজ নিয়ে ভাবছি, এখন কোন স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বিরোধ নিরসনের সময় নয়। সেটা দল ঠিক করবে। ভুলতা ফ্লাইওভার নিয়ে মন্ত্রী বলেন,নির্মাণাধীন ভুলতা ফ্লাইওভার আগামী বছরের জুনের আগেই উদ্বোধন করা হবে। এ প্রকল্পের প্রায় ৮০ভাগ কাজ শেষ হয়েছে। গার্ডার বসানো হলেই এখানকার সাময়িক যে সমস্যাগুলো রয়েছে তা শেষ হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার আব্দুর রশিদ, রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন , ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) শহিদুল আলম, কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মাহবুব শাহ, শেখ সাইফুল ইসলাম, এমায়েত হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ।
শিল্পী আব্দুল জব্বার ও মন্ত্রী ছায়েদুলকে দেখতে বিএসএমএমইউতে ওবায়দুল কাদের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন বøকের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিউ) চিকিৎসাধীন আছেন দেশবরেণ্য, গুণী ও অসংখ্য কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বার। গতকাল সোমবার তাকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
এ সময় তিনি আব্দুল জব্বারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন ও দ্রুত আরোগ্য কামনা করেন।
পরে একই হাসপাতালে চিকিৎসাধীন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হককেও দেখতে যান ওবায়দুল কাদের। এ সময় তিনি মন্ত্রীর চিকিৎসার খোঁজ-খবর ে নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে উভয়ের সুচিকিৎসার নির্দেশ দেন।
প্রসঙ্গত: স্বাধীনতা যুদ্ধের সময় আব্দুল জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্ধুদ্ধ করেছেন। সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেয়েছেন অসংখ্য গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এই শিল্পীর গাওয়া বিভিন্ন গান মুক্তিযোদ্ধাদের প্রেরণা ও মনোবল বাড়িয়েছে।
গান গেয়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন। ১৯৭১ সালে তিনি মুম্বাইয়ে ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করে যান।
‘ও..রে নীল দরিয়া’, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’ ও ‘পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি’সহ অসংখ্য কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী আব্দুল জব্বার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ