Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে কোরবানির হাটে উপচেপড়া ভিড়

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 গফরগাঁও থেকে মোঃ আতিকুল্লাহ ঃ এবার কোরবানীর পশুর হাটে তেজি ভাব লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণ ময়মনসিংহের ঐহিত্যবাহী গরু হাটা গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান হাট বাজারে জমে উঠেছে বেচ কেনা। গফরগাঁও পৌর শহরসহ ছোট বড় বেম কয়েকটি হাটে এবার তুলনামূলক ভাবে ক্রেতা বিক্রেতাদের ভিড় বেড়েই চলছে। গতবারের চেয়ে এবার দামও বেড়েছে। গফরগাঁও উপজেলার সালটিয়া, পালের বাজার, গাভীশিমূল বাজার, কান্দিপাড়া, দত্তেরবাজার, শিবগঞ্জ বাজার, রসুলপুর আমরীতলা বাজার ও গয়েশপুর বাজারসহ আশে পাশের উপজেলা ও চরাঞ্চল থেকে প্রচুর গরু ছাগল উঠে। নামকরা বাজার গুলোতে পাইকাররা দুর দূরান্ত থেকে ও গরু আমদানী হয়। গফরগাঁও পৌরসভার সালটিয়া বাজারে গরু কিনতে আসা মোঃ ফয়জুল্লাহ জানান ,গরুর দামের সাথে এবার ক্রেতার সংখ্যা ও বেড়েছে। ২০ হাজার টাকা থেকে লাখ টাকা দামের গরু বাজারে উঠেছে। অনেক দর দাম করলেও গরু কেনা যাচ্ছে না ঈদের শেষ বাজার গতকাল সোমবার প্রচুর গরু-ছাগল ওঠে। সাধারণ মানুষ দামের কারনে গরু কিনতে না পেরে শেয়ারে গরু কিনছে। এবার শেয়ারে কোরবানী দেয়ার কথা জানান, চরশিলাসী গ্রামের মোঃ সোহাগ। কোরবানী হাট ছাড়াও ঈদের মার্কেটিং জমজমাট হয়ে উঠেছে। একদিকে চলছে ঈদের আমেজ অন্যদিকে সাধারণ নিম্নবিত্ত শ্রেণীর মানুষ ঈদ করতে পারবে কিনা এ নিয়ে সংশয়ে রয়েছে। অনেকেই ঋণ বা সুদে টাকা খুজছেন। গফরগাঁও উপজেলার বিভিন্ন এলাকার চাকুরিজীবী ,ব্যবসায়ী ও বিত্তশালী কৃষক এবং প্রবাসীরা পশুর হাটে ভিড় জমালে ও সাধারণ মানুষের টার্গেট খাসি ক্রয় করার জন্য।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ