Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাথলেটিক ফেডারেশনে মারামারি!

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নির্বাচিত কমিটির মেয়াদ শেষে গেল মার্চ মাসে বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর প্রায় ছয় মাস অনেকটাই নিরবে চলেছে এই ফেডারেশনের কর্মকান্ড। অবশ্য এরই মধ্যে তারা গত মাসে জাঁকজমক আয়োজনে শেষ করেছে সামার অ্যাথলেটিক প্রতিযোগিতা। তখনই আচঁ করা গেছে মনের মিল নেই অ্যাথলেটিক ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্যদের। ‘দায়িত্বে থাকলে কাজ করতেই হবে বলে করা’-অনেকটা এমন মানসিকতায় তারা ফেডারেশনের গুটি কয়েক কর্মকান্ডে অংশ নিয়েছেন। সদস্যদের মাঝে যে অমিল রয়েছে তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল গতকাল। বিশ্বস্ত সুত্র জানায়, কাল দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ অ্যাথলেটিক ফেডারেশন অফিসেই মারামারিতে লিপ্ত হন অ্যাডহক কমিটির এক নম্বর যুগ্ন-সম্পাদক কিতাব আলী ও নির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ মোস্তাক। দু’জনেই সাবেক অ্যাথলেট হলেও মোস্তাক সাবেক জাতীয় চ্যাম্পিয়ন। সুত্রটি আরও জানায়, ক’দিন আগে দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিক পত্রিকায় মোস্তাকের দেয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই নাকি কিতাব আলী তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষনিক ফেডারেশন সভাপতি এএসএম আলী কবিরকে জানানো হলে ‘ব্যাপারটি আমি দেখছি’, এই বলে তিনি নাকি পরিস্থিতি শান্ত করেন। এ প্রসঙ্গে মহিউদ্দিন আহমেদ মোস্তাক বলেন,‘কিতাব আলী সামান্য একটি কথার জের ধরে আমার উপর চড়াও হয়েছেন। তিনি আমাকে শুরুতেই ঘুষি মারেন। নিজেকে রক্ষার জন্য আমি তাকে প্রতিহত করার চেষ্টা করি। এতে দু’জনের মাঝে হাতাহাতি শুরু হয়। পরে আমি সভাপতিকে ঘটনাটি জানালে তিনি এর বিচার করবেন বলে জানান। দেখি উনি কি বিচার করেন।’ তবে কিতাব আলী ও মোস্তাকের হাতাহাতির ঘটনা মুহুর্তেই অ্যাথলেটিক অঙ্গনে ছড়িয়ে পড়ে। আর এতে সর্বশেষ নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিসসহ বর্তমান অ্যাডহক কমিটির অনেক সদস্যের মাঝেই ক্ষোভ দেখা দেয়। তাদের বক্তব্য, ‘তুচ্ছ একটি কথার জের ধরে একজন সাবেক জাতীয় চ্যাম্পিয়নের উপড় কিতাব আলীর শারীরক হামলা দুঃখজনক। এর সুষ্ঠ বিচার হওয়া দরকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ