Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় মহিলা দাবার সেরা শিরিন

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন ৩৭তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছেন গত আসরের রানার-আপ শারমীন সুলতানা শিরিন। আর দ্বিতীয় সেরা হয়েছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ দা বা কক্ষে প্রতিযোগিতার নবম বা শেষ রাউন্ডের খেলায় শিরিন হারান আহেলী সরকারকে। অন্যদিকে লিজা ড্র করেন চট্টগ্রামের তনিমা পারভীনের বিপক্ষে। আগের দিন অষ্টম রাউন্ডে শিরিনের বিপক্ষে জয় পেলে লিজার শিরোপা জয়ের সম্ভাবনা দেখা দেয়। কিন্তু কাল তনিমার সঙ্গে ড্র করায় লিজার সেই স্বপ্ন ভেঙ্গে যায়। শিরিন নয় খেলায় ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জাতীয় মহিলা দাবায় এটি শিরিনের তৃতীয় শিরোপা জয়। এর আগে তিনি ২০০৯ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সাড়ে ৭ পয়েন্ট পেয়ে রানার-আপ হন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। ৭ পয়েন্ট করে নিয়ে চট্টগ্রামের মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন তৃতীয় ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চতুর্থ হন। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে জাকিয়া সুলতানা পান পঞ্চমস্থান।
নয় জন খেলোয়াড় ৬ পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা ষষ্ঠ, বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার সপ্তম, জাহানারা হক রুনু অষ্টম, আহেলী সরকার নবম, নারায়ণগঞ্জের মোছাম্মৎ ঝর্না বেগম দশম, মহিলা ফিদে মাস্টার আফরোজা খান বাবলী একাদশ নোশিন আঞ্জুম দ্বাদশ, জান্নাতুল ফেরদৌস ত্রয়োদশ এবং তানজিনা আক্তার তানি চতুর্দশ হন।
নবম রাউন্ডের খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার-আপ ও অন্যান্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রæপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বিশেষ অতিথি ছিলেন মিডিয়া পার্টনার এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান) মীর মো. মোতাহার হাসান। উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীমসহ অন্যান্যরা। আসরে ২২টি জেলা ও ঢাকার ৬৭ জন দাবাড়– অংশ নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ