Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্যাচ ড্রপের মিছিল

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ম্যাচে এ পর্যন্ত ক্যাচ ড্রপ হয়েছে ১০টি, এর সাতটিই পড়েছে ওয়েস্ট ইন্ডিজ ফিল্ডারদের হাত গলে। সেই সুযোগে দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। লিডস টেস্টও জমে উঠেছে বেশ। গতকাল চা বিরতি পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ৪১৮ রান, লিড ২৪৯ রানের। হাতে ৭ উইকেট ও ১৭১ রান নিয়ে দিন শুরু করে স্বগতিকরা। চতুর্থ উইকেটে মালান-রুটের ১১৮ রানে জুটি বিচ্ছন্ন হয় দলীয় ২১২ রানে। রুট ফেরেন ৭২ রান করে। এরপর আরো চারটি ফিফটি উপহার দেন ওপেনার স্টোনম্যান (৫২), মালান (৬১), স্টোকস (৫৮) ও মঈন (৬০*)। ওকসও হাটছেন একই পথে (২৮*)। ইংলিশরাও প্রথম ইনিংসে ১৬৯ রানে পিছিয়ে থাকার ঘাটতি পুষিয়ে লিড নিয়েছে ২৪৯ রানের। ক্যারিবীয় দলের হয়ে রস্টন চেইস নেন ৫৯ রানে ৩ উইকেট, গ্যাব্রিয়েল ও হোল্ডার নেন ২টি করে। প্রথম ইনিংসে দেড়শর বেশি লিড নিয়ে উইন্ডিজের হারের রেকর্ড নেই। তবুও বাকি চার সেশনে ম্যাচের চিত্র কোনদিকে যায় সেটাই এখন দেখার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ