Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুমরাহ-রোহিতে সিরিজ ভারতের

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রথমে বল হাতে আগুন ঝরালেন জসপ্রিত বুমরাহ, পরে ব্যাট হাতে ওপেনার রোহিত শর্মা। বুমরাহ নিয়েছেন ৫ উইকেট, রহিত হার না মানা সেঞ্চুরি। ভারতও স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ৩-০তে সিরিজ দখলে নিয়েছে। একই সাথে সাথে শ্রীলঙ্কার বিপক্ষে টানা আটটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে ভারত। পরশু ক্যান্ডিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। বুমরাহ’র পেস তোপে ৯ উইকেটে ২১৭ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। একমাত্র মিডল-অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নেই ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেন। ৫টি চার ও ১টি ছক্কায় ১০৫ বলে ৮০ রান করেন তিনি। বুমরাহ ১০ ওভারে ২৭ রানে নেন ৫ উইকেট। জবাবে ৬১ রানের মধ্যে চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ে ভারত। কিন্তু রোহিত ও সাবেক অধিনায়ক-উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির দৃড়তায় আর কোন উইকেট না হারিয়ে জয় নিশ্চিত করে বিরাট কোহলির দল। দু’জনে অবিচ্ছিন্ন ১৫৭ রানের জুটি গড়েন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ