নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে ৭৪তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সোনা ও নৌবাহিনী। ১৯ কিলোমিটার ইভেন্টে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সবকয়টি পদক জিতেছে তারা। আসরে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ফয়সাল আহমেদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেন ২ ঘন্টা ১২ মিনিট। রানার্সআপ হন নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং তৃতীয় হন সেনাবাহিনীর সৈনিক জুয়েল আহম্মেদ। অন্যদিকে মহিলাদের ১৯ কিলোমিটার ইভেন্টে নৌবাহিনীর নাজমা খাতুন দ্বিতীয়স্থান, নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা চতুর্থ ও সেনাবাহিনীর সৈনিক নাঈমা আক্তার নবমস্থান পান। এছাড়া পুরুষদের ৮১ কিলোমিটার ইভেন্টে নৌবাহিনীর আশিকুর রহমান চতুর্থ ও সেনাবাহিনীর এনসি (ই) আসিফ রানা নবমস্থান লাভ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।