Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানির প্রাসাদের কাছে সন্ত্রাসকারী দ্বিতীয় ব্যক্তি গ্রেফতার

| প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শুক্রবার লন্ডনের বাকিংহাম প্রাসাদের সামনে ৪ ফুট লম্বা তরবারি ঘুরিয়ে তিনজন পুলিশ কর্মকর্তাকে জখম করার ঘটনায় দ্বিতীয় একজন ব্যক্তিকে রবিবার গ্রেফতার করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে জঙ্গী অপরাধে জড়িত সন্দেহেই আটক করা হয়েছে। তা ছাড়া পশ্চিম লন্ডনের একটি বাড়িতেও তল্লাসি চালানো হয়। ব্রিটেনের রানির লন্ডনের সরকারি বাসভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে গাড়ি চালিয়ে দেওয়ার একটি ঘটনার পরই এই গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলেই পুলিশ ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে - যাকে এখনও হেফাজতে রাখা হয়েছে।
স্কটল্যান্ড ইয়ার্ডের জঙ্গী-দমন বিভাগের প্রধান ডিন হেডন জানান, এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়ি লক্ষ্য করে তার গাড়ি চালিয়ে দেওয়ার পর তিনজন পুলিশ কর্মকর্তা তাকে ঘিরে ধরেন। ওই ব্যক্তি বারবার ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল - তখন তাকে দ্রæত নিবৃত্ত করতে সিএস গ্যাস ব্যবহার করা হয় বলে কমান্ডার হেডন জানান। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ