Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ আরও ৪ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার গভীর রাতে তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার আগে শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গুলিবিদ্ধ চারজন রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে মুছা নামে একজন শনিবার সকালে মারা যান। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন ৭ রোহিঙ্গা হলেন- মোহাম্মদ মোবারক, মোক্তার হোসেন, শামসুল ইসলাম ও মো. ইদ্রিস, জেয়াবুল হক, ইলিয়াস ও মোহাম্মদ তোহা।
জানা যায়, কক্সবাজারের পাশাপাশি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ছয়টি সীমান্ত পয়েন্ট দিয়েও বাংলাদেশে প্রবেশের চেষ্টায় আছে শত শত রোহিঙ্গার নারী-পুরুষ-শিশু। গত বৃহস্পতিবার রাতে রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর রাজ্যের বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে ওই রাতের পর থেকে এ পর্যন্ত ৯৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। আরও সহিংসতার আশঙ্কায় হাজার হাজার রোহিঙ্গা নাফ নদী ও স্থল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ