Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যান্ডারসনের ৫ উইকেট

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে বাজেভাবে হারের জবাব ভালোই দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। লিডসে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৫৮ রানের জবাবে তারা করে ৪২৭ রান। ১৬৯ রানে পিছিয়ে ব্যাট শুরু করা ইংল্যান্ড এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেটে করেছে ৮৮।
৫ উইকেটে ৩২৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে উইন্ডিজ। লাঞ্চের সময় গুটিয়ে যাওয়ার আগে বাকি ৫ উইকেটে তারা যোগ করে ৯৮ রান। এর মধ্যে অষ্টম উইকেটে বøাকউড (৪৯)-হোল্ডার (৪৩) যোগ করেন ৭৪ রান। এর আগে ব্রেথওয়েট (১৩৪) ও হোপের (১৪৭) শতকে বড় সংগ্রহের ভীত পায় স্বাগতিকরা। ৭৬ রানে ৫ উইকেট নেন অ্যান্ডারসন। আর ৩ উইকেট পেলেই ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন এই ডানহাতি পেসার।
জবাবে কুক-স্টোনম্যানের ৫৮ রানের জুটিতে কুকের পর দলীয় ৮১ রানে বিদায় নেন ওয়েস্টলি। ৫১ রানে অপরাজিত আছেন স্টোনম্যান, ০ রানে রুট। এখনো তারা পিছিয়ে ৮১ রানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ