Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছোটদের সাফ সেরা ভারত, তৃতীয় বাংলাদেশ

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস রিপোর্টার : সাফ অনুর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো ভারত। গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে টুর্নামেন্টের ফাইনালে ভারত ২-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এর আগে একই ভেন্যুতে স্থান নির্ধারনী ম্যাচে ভুটানকে বিধ্বস্ত করে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে হারলেও স্থান নির্ধারনী ম্যাচে ভুটানকে পেয়ে যেন জ্বলে ওঠে লাল-সবুজরা। বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ দল ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারায় ভুটানকে। বাংলাদেশের পক্ষে রাজা শেখ ও মিরাজ মোল্লা দু’টি করে গোল করেন। এবং বাকি ছয়টির মধ্যে ফয়সাল আহমেদ ফাহিম, মো: আকাশ, ইয়াসিন আরাফাত ও আরিফ হোসেন পান একটি করে গোল। এই জয়ে লাল-সবুজরা তৃতীয়স্থান পেয়ে টুর্নামেন্ট শেষ করলো। টুর্নামেন্টে বাংলাদেশের ফয়সাল ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান। আর বাংলাদেশ লাভ করে ফেয়ার প্লে ট্রফি। সাফ শেষে বাংলাদেশ কিশোর ফুটবল দল আজ বিকাল সোয়া তিনটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় ফিরে আসবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ