Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ইনকিলাবের চিফ রিপোর্টারের বাসায় দুর্ধর্ষ চুরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাবের চিফ রিপোর্টার রফিক মুহাম্মদের মগবাজার পূর্ব নয়াটোলার ভাড়া বাসায় দিনে দুপুরে এক দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে।
গত শনিবার দুপুরে ৬ তলা ভবনের ৪র্থ তালার বাসার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল নগদ টাকা, সোনার গহনা ও ল্যাপটপসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে রমনা থানায় মামলা করা হয়েছে। মামলা নং ৬৪ (২৭-০৮-১৭)। এ ঘটনায় গত রাত পর্যন্ত পুলিশ মালামাল উদ্ধার বা ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত শনিবার সকালেই রফিক মুহাম্মদ বাসা থেকে বেরিয়ে যান। দুপুর আড়াইটার দিকে তার স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে কোচিং সেন্টারে যান। পরে বিকেল পৌনে পাঁচটার দিকে বাড়ির মালিক ফোন করে চিফ রিপোর্টারকে জানান যে, ফ্লাটে দরজার তালা ভাঙ্গা। রুমের ভিতর জিনিসপত্র সব তছনছ অবস্থায় পড়ে আছে। আপনার স্ত্রীকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বলেন। আপনিও দ্রুত চলে আসেন। খবর পেয়ে তার স্ত্রী দ্রুত বাসায় ফিরে দেখেন বাসার আলমারি ভাঙ্গা, ওয়ার্ডড্রব ভাঙ্গা এবং সকল জিনিসপত্র মেঝেতে এলোমোলো হয়ে পড়ে আছে। বাসায় রাখা নগদ ১২ হাজার টাকা, ৬-৭ভরি সোনার গহনা, একটি ল্যাপটপ ও অন্যান্য জিনিস নিয়ে গেছে। এ বিষয়ে রমনা জোনের ডিসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।
ডিইউজের নিন্দা
ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক রফিক মুহাম্মদের বাসায় প্রকাশ্যে দরজা ভেঙ্গে লুটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মালামাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে ডিইউজের নির্বাহী পরিষদের সভায়।
জানা গেছে, ২৬ আগস্ট বেলা ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে সাংবাদিক নেতা রফিক মুহম্মদের রাজধানীর রমনা থানাধীন মগবাজারের পূর্ব নয়া টোলার ভাড়া বাসার দরজা ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূলবান সামগ্রী লুটে নেয় দুর্বৃত্তরা। এ ব্যাপারে রমনা থানায় অভিযোগপত্র দেয়া হয়েছে।
আজ রবিবার সকাল ১১টায় ইউনিয়ন কার্যালয়ে ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভায় রফিক মুহম্মদের বাসায় দিনদুপুরে লুটের নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন ডিইউজের সহ-সভাপতি খুরশীদ আলম, সৈয়দ আলী আসফার, যুুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম আলমগীর, দফতর সম্পাদক এরফানুল হক নাহিদ, নির্বাহী পরিষদ সদস্য জসিম মেহেদী, এম শাখাওয়াত হোসেন মুকুল, মোঃ আনোয়ারুল হক, বাসস ইউনিট প্রধান আবুল কালাম মানিক, সংগ্রাম ইউনিট প্রধান সাদা’ত হোসাইন, দিনকাল ইউনিট প্রধান আবুল হোসেন খান মোহন, ডেপুটি ইউনিট প্রধান রাশেদুল হক, নয়া দিগন্ত ইউনিট প্রধান ফয়েজ উল্লাহ ভূঁইয়া, মুক্ত খবর ইউনিট প্রধান খন্দকার আবদুল মান্নান বাবু, ডেপুটি ইউনট প্রধান আবদুর রহিম প্রমুখ।
নির্বাহী পরিষদের সভায় রফিক মুহম্মদের বাসার মূল্যবান মালামাল খোয়া যাওয়াসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ রফিক মুহাম্মদের বাসা থেকে দিনদুপুরে লুট হওয়া মালামাল উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ