মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, ভারতের আধিপত্য ও মার্কিন নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ভারতের আধিপত্য এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক মন্তব্যের মোকাবেলায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। করাচি প্রেস ক্লাবে গত শনিবার গণতন্ত্র বিষয়ক এক সেমিনারে রাজা রব্বানি বলেন, এই এলাকায় ভারতীয় প্রধানমন্ত্রীকে চৌধুরী বানানোর মার্কিন নীতিকে আমরা কখনই মেনে নেব না। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিরা আত্মত্যাগ করেছে এবং আন্তর্জাতিক শক্তিগুলোকে এ কথা স্বীকার করতেই হবে। গণতন্ত্র সম্পর্কে পাক সিনেট চেয়ারম্যান তার ভাষায় বলেন, গণতন্ত্র হচ্ছে সব সমস্যার সমাধান এবং অগণতান্ত্রিক সরকারগুলো সবসময় দেশকে ধ্বংস করেছে। তিনি জানতে চান, পাকিস্তানের বিমানবন্দর মার্কিন সরকারকে ব্যবহার করতে দিয়েছে কে? কোনো গণতান্ত্রিক সরকার এ অনুমতি দেয়নি; এ সুযোগ দিয়েছে একজন সামরিক স্বৈরশাসক। রাজা রব্বানি বলেন, কিছু উগ্রবাদী শক্তি দেশের ঐক্য নষ্ট করছে এবং অন্যের এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান হচ্ছে বহুমুখী সংস্কৃতির দেশ এবং আমাদেরকে এক অপরের প্রতি সহনশীল হতে হবে। এক্সপ্রেস ট্রিবিউন, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।