Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গুয়াংডুনে পখার আঘাত হলুদ সতকর্তা জারি

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চীনের জাতীয় আবহাওয়া দপ্তর টাইফুন পখারের জন্যে হলুদ সর্তকতা জারি করেছে। গতকাল রোববার সকালে এ খবর জানায় স্থানীয় কর্তৃপক্ষ। টাইফুনটি ইতোমধ্যে চীনের গুয়াংডুন প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। তবে হতাহত কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীন খারাপ আবহাওয়ার জন্যে চার রঙের সতর্কতা জারি করে। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্যে লাল, এরপর কমলা, হলুদ ও নীল। চীনে চলতি বছরের ১৪তম টাইফুন পখার রবিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে গুয়াংডংয়ের তাইশান শহরে আঘাত হানে। এটি রবিবার সন্ধ্যা নাগাদ উত্তর পশ্চিমাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে ক্রমশ দূর্বল হয়ে পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। টাইফুনের প্রভাবে দেশটির গোয়াংডুন, ফুজিয়ান ও হানিয়ান প্রদেশে ভারি বৃষ্টিপাত হতে পারে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ