মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্পেনে সা¤প্রতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যের ডাকে সব ধরনের বিভেদ ভুল রাস্তায় নেমে এল প্রায় ৫ লাখ মানুষ। গত শনিবার তাদের পদযাত্রায় সন্ত্রাসী হামলার বিরুদ্ধে স্পানিসদের শক্তিশালী ঐক্যের নজির স্থাপিত হয়। পদযাত্রায় অংশগ্রহণকারীরা সেøাগান দেয়, ‘আমরা ভীত নই।’ ১৭ আগস্ট বার্সেলোনার লাস রামবøাস শহরে প্রাণঘাতী হামলার পর স্পেনে ঐক্যের এই পদযাত্রা হলো। কেন্দ্রীয়, আঞ্চলিক ও স্থানীয় প্রশাসন এই পদযাত্রার মাধ্যমে ঐক্যের শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছে। জরুরিসেবা বিভাগের কর্মী, ট্যাক্সি চালক, পুলিশ, নগরবাসীসহ সর্বস্তর থেকে সাধারণ মানুষ এই পদযাত্রায় অংশ নেয়। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। এই প্রথমবারের মতো শনিবার স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ জনতার অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় এবং ঊর্ধ্বতন কাতালান ও স্পানিস কর্মকর্তারা। অগ্রভাগের পদযাত্রাকারীদের হাতে রাস্তাজোড়া ব্যানার ছিল। স্থানীয় কাতালান ভাষায় এতে লেখা ছিল, ‘নো টিংক ফর’, যার অর্থ ‘আমি ভীত নই’। স¤প্রতি স্পেনের বার্সেলোনায় পৃথক দুটি সন্ত্রাসী হামলায় নিহত ১৫ জন এবং এ ঘটনায় আহত হয় ১২০ জন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।