Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুতি ও সালেহ বাহিনী সংঘর্ষে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইয়েমেনের রাজধানী সানায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর অনুগত সেনাদের সঙ্গে হুতি যোদ্ধাদের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছে। ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সেনাবাহিনীর সালেহ অনুগত অংশ মিলিতভাবে সৌদি আরবের নেতৃত্বাধীন জো বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। হুতি-সালেহ মিত্র বাহিনী ইয়েমেনের অধিকাংশ এলাকাও নিয়ন্ত্রণ করছে। গত আড়াই বছর ধরে বাহিনীটি যৌথভাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। কিন্তু গত শনিবার এই মিত্র বাহিনীর দুপক্ষের মধ্যেই নজিরবিহীন ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সানার বাসিন্দারা জানান, শহরের অভিজাত এলাকায় সালেহর পুত্রের বাড়ি ও তার মিডিয়া অফিসের সামনে হুতি যোদ্ধারা একটি তল্লাশি চৌকি বসানোর চেষ্টা করলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। কয়েক ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলার সময় শহরের হাদ্দা আবাসিক এলাকার প্রধান সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। হুতি-নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএবিএ জানিয়েছে, সহিংসতায় পপুলার কমিটির দুই সদস্য নিহত হয়েছেন। তবে গণমাধ্যমের প্রতিবেদনে দুপক্ষে আরো হতাহত হয়েছে বলে খবর প্রকাশ হলেও তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এসএবিএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ