Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় পশু বিক্রির উৎসব

জেলায় জেলায় ঈদুল আযহার প্রস্তুতি

| প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আব্দুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা থেকে: চারিদিকে ঈদ আবহাওয়া, ঈদ আনন্দ, ঈদ উৎসবের আগমনী বার্তা, সেই সাথে ঈদ প্রস্তুতি, ঈদুল আজহার অন্যতম প্রধান আকর্ষন পশু কুরবানী, সুন্দর, স্বাস্থ্যবান, সৌন্দয্যের অধিকারী এক কথায় ভালো পশুর চাহিদাই সর্বাপেক্ষা। আর কয়েকদিন পরই বিশ্ব মুসলিম স¤প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। ঈদ ঘরের দুয়ারে কড়া নাড়ছে ঈদ আনন্দের মাঝে যে বিষয়টি বিশেষ এবং ব্যাপক ভাবে আলোচিত তা হলো গরু এবং খাসি, সাতক্ষীরার বাস্তবতায় কুরবানী উপযোগী গরুর ব্যাপক উপস্থিত, জেলার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে গরু পালনের দীর্ঘদিনের ধারাবাহিকতা অক্ষুন্ন বিদ্যমান, সাতক্ষীরার পাশাপাশি খুলনা, যশোর সহ আশপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ বাণিজ্যিক ভিত্তিতে গরু পালন হয়ে আসছে। খামারীদের প্রধান লক্ষ ঈদ বাজার গত কয়েক বছর যাবৎ ছোট, মাঝারী এবং বড় আকারের খামারের অস্তিত্ব সৃষ্টি হয়েছে। গরু পালন স্থানীয় অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। গত কয়েক বছর যাবৎ সাতক্ষীরার উলে­খযোগ্য অংশ মানুষ গরু পালনের সাথে জড়িত, জেলার প্রতিটি উপজেলার ঘরে ঘরে গরু পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার যে প্রচেষ্টা তা এবারে ঈদুল আযহায় দেশী গরুর পাশাপাশি বিদেশী গরুর উপস্থিতির কারনে দেশী খামারী ও গরু পালনকারীরা লোকসানের মুখোমুখি হচ্ছে। সাতক্ষীরার বাস্তবতায় এবারে গরু ব্যাপক উপস্থিতি এবং কোন ধরনের ঘটনা নেই আর তাই স্থানীয় খামারীদের প্রত্যাশা বিদেশী গরুর অনুপ্রবেশ রোধ করা। কুরবানীর গরুর বিষয়ে অনুসন্ধানে জানাগেছে মধ্যম দামের গরুর চাহিদা ব্যাপক। অর্থাৎ কুরবানী ইচ্ছুক মধ্যম শ্রেনীর তার্গেট বা ইচ্ছা চল্লিশ/পঞ্চাশ হাজার টাকার গরু, অন্যদিকে বড় আকারের গরুর মূল্য অপেক্ষাকৃত কম এ বিষয়ে একাধিক খামারী এবং গরু ব্যবসায়ীর সাথে আলাপ করে জানাগেছে চার/পাঁচ মন গোশ সম্পন্ন গরুর মূল্য অপেক্ষাকৃত কম, গরু যতই বড় মূল্য ততোই সহনীয় কিন্তু বাজারে মধ্যম গরুর চাহিদা বেশী। একাধিক গরু পালন কারীরা দৃষ্টিপাতকে জানান গত আট/নয় মাস পূর্বে ত্রিশ/পয়ত্রিশ হাজার টাকা দিয়ে দেশী গরুর বাছুর ক্রয় করা পরবর্তি পালন করে আসছি। গরুটি বর্তমানে বিক্রি উপযোগী, প্রতিদিন খাদ্য হিসেবে বিচুলী, খইল, ভূসি, ঘাস, লতাপাতা সহ বিভিন্ন ধরনের খাদ্য খেতে দেওয়া হয়। যে কারনে গরু পালন ব্যয় বহুল ও বটে। গত কয়েকদিন যাবৎ গ্রামের মেঠো পথ এবং অলি গলিতে এক কথায় গ্রামে গ্রামে মোটর সাইকেল এর উপস্থিতি কারন কুরবানী গরু দেখা, চলছে দরদাম, একগরু মালিক হতে অন্য গরু মালিকের বাড়ীতে যাওয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পশু

৮ জুলাই, ২০২২
৮ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ