Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাগ্যিস সাকিব-তামিম ছিলেন!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ৪:২০ পিএম

প্রথম দিনেই ব্যাট হাতে টাইগার ভক্তদের আশাহত করলেন সৌম্য-সাব্বিররা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বোলিং তোপে বাংলাদেশর সামনে এখন প্রথম দিন পার করার চ্যালেঞ্চ। এই রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ২১৮ রান।

প্যাট কমিন্সের দুই ওভারের এক স্পেলই কাপিয়ে দেয় বাংলাদেশকে। কোচ হাথুরুসিংহের সবচেয়ে বড় আস্থাভাজন হয়ে দলে থাকা সৌম্য সরকারই ধ্বসের রাস্তাটা দেখিয়ে দিয়ে যান। অথচ টেস্টে তামিরে পরীক্ষিত ওপেন সঙ্গি ইমরুলকে নামানো হলো ওয়ান ডাউনে। যা হওয়ার হলোও তাই। শুরু থেকেই অস্বস্তি নিয়ে ব্যাট করতে থাকা সৌম্য কমিন্সের রাইজিং বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন সাজ ঘরে। সাব্বির-ইমরুলও উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন স্কোরবোর্ডে রান যোগ না করেই। ১০ রানে দাঁড়িয়েই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এই ভগ্ন দশা থেকে হাল ধরলেন সাকিব আর তামিম। চতুর্থ উইকেটে দু’জনের ১৫৫ রানের জুটিতে ধ্বস সামাল দেন তারা। টেস্টে যা চতুর্থ উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। কিন্তু ৮ ওভারের ব্যবধানে বিদায় নিলেন দু’জনই। ম্যাক্সওয়েলের বাউন্স বল পড়তে না পেরে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। এর আগে ১৪৪ বলে ৫ চার ও ৩ ছয়ে করেন ৭১ রান। সাকিব সেঞ্চুরি মিস করেছেন ১৬ রানের জন্যে। তার ১৩৩ বলে ৮৬ রানের ইনিংসটি ছিল ১১টি চারে সাজানো। লায়নের লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন সাকিব।

শতক না পলেও ক্যারিয়ারের ৫০তম টেস্টে অসাধারণ এক রেকর্ডের মালিক হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। টেস্টে দ্রুততম ৩৫০০ রান ও ১৫০ উইকেটের মালিক এখন সাকিব। এক্ষেত্রে তিনি পেছনে ফেলেছেন গ্যারি সোবার্স ও ইয়ান বোথামকে। দু’জনেই এই রেকর্ড গড়েছিলেন ৬৩ টেস্টে। টেস্টের সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের লেগেছিল ৬৯ টেস্ট।

খানিক পরে মুশফিকও বিদায় নেন মাত্র ১৮ রান করে। দলও পড়ে যায় আবারো বিপর্যয়ের মুখে। এই অবস্থা থেকে দলকে টেনে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন দুই বছর পর দলে সুযোগ পাওয়া নাসির হোসেন ও মেহেদী হাসান মিরাজ। ৬৭তম ওভারে বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ২১৮। নাসির ১১* ও মিরাজ ৬* রানে ব্যাট করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ