Inqilab Logo

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু -চসিক মেয়র নাছির

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও সুপ্রতিবেশি। স্বাধীনতা যুদ্ধে ভারতের সর্বাত্মক সহযোগিতা বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়। গতকাল (শনিবার) চিটাগাং ক্লাবের সম্মেলন কক্ষে চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সোমনাথ হালদারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামস্থ রাশিয়ার কনস্যূল জেনারেল ওলেগ পি বয়কো, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। মেয়র নাছির বলেন, প্রতিবেশি দেশ হিসেবে ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-চিকিৎসাসহ নানা বিষয়ে বাংলাদেশের পারস্পরিক গভীর সম্পর্ক বিদ্যমান। ভারতীয় দূতাবাসের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি, সংস্কৃতিসহ নানা বিষয়ে নিম্ন আয়ের এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ করে যাচ্ছে ভারত। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনস্যুল জেনারেল, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ