Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে বার্সায় দেম্বেলে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

নেইমার বার্সেলোনা ছাড়ার পর ইউরোপিয়ান ফুটবলে কম হট্টগোল হলো না। আগামী ৩১ আগস্ট দলবদলের বাজার বন্ধ না হওয়া পর্যন্ত এই নাটক থামবে বলেও মনে হয় না।
ব্রাজিলিয়ান তারকা দল ছাড়ার পর বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরাসি উসমান দেম্বেলের দিকে নজর দেয় বার্সা। দেম্বেলেরও ইচ্ছে ছিল কাতালান ক্লাবে লিওনেল মেসিদের সাথে যোগ দেবেন। কিন্তু ডর্টমুন্ড তাকে ছাড়তে রাজি ছিল না। এ নিয়ে ক্লাবের সাথে কম হট্টগোল হয়নি ২০ বছর বয়সী স্ট্রাইকারের। দলের অনুশীলনে পর্যন্ত হাজির হননি তিনি। এজন্য বহিষ্কার থেকে শুরু করে অনেক লাঞ্চনা পোহাতে হয়েছে তাকে। কিন্তু শেষ পর্যন্ত দেম্বেলের জিদের কাছে হার মানতেই হলো ডর্টমুন্ডের। এজন্য ডর্টমুন্ড-বার্সেলোনা একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী ১৪৭ মিলিয়ন ইউরোর বিশাল ট্রান্সফার ফি মেটাতে হচ্ছে বার্সাকে।
পরশু বার্সা তাদের ওয়েবসাইটে বিষয়টা নিশ্চিত করেছে। যেখানে বলা হয়েছে, তনুন এই ফরোয়ার্ডকে কিনতে প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ ইউরো খরচ হচ্ছে। এর সঙ্গে আরও কিছু যোগ হতে পারে। প্রথমিক চুক্তির মেয়াদ হবে পাঁচ বছর, বাই আউট ক্লজ হবে ৪০ কোটি ইউরো।
স্বাস্থ্য পরীক্ষার জন্যে আজ বার্সেলোনায় পৌঁছাবেন দেম্বেলে। এরপরই প্রথা মেনে চুক্তিপত্রে সই করবেন উভয় পক্ষ।
২০১৫ সালে পেশাদার ফুটবলে অভিষিক্ত দেম্বেলে ১২ মাস আগে দেড় কোটি ইউরো ট্রান্সফার ফিতে রেনি থেকে ডর্টমুন্ডে যোগ দেন। বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। গত মৌসুমে দলটির আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেন দেম্বেলে। এসময় ১০টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ২১টি গোল করান তিনি।
মারলন, সেমেদো, পাওলিনহো ও দোলেফুর পর মৌসুমে বার্সার পঞ্চম খেলোয়াড় হিসেবে দলে যোগ দিলেন দেম্বেলে। এজন্য অবশ্য ফিলিপ কুতিনহোর উপর থেকে নজর সরিয় নেয়নি বার্সা। লিভারপুলও এখনো কিছু বলেনি। ওদিকে দেম্বেলের মত কুতিনহোও বার্সায় যোগ দেওয়ার জন্যে বর্তমান ক্লাবের সাথে যুদ্ধে নেমে পড়েছেন। সামনেই দলটির চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সেই দলে নিজের নাম না রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কুতিনহো। উল্লেখ্য, কুতিনহোকে পেতে লিভারপুলকে ১৫০ মিলিয়ন উইরোর চতুর্থ প্রস্তাব দিয়েছে বার্সা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ