Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ হলো স্কুল স্কোয়াশ

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম



স্পোর্টস রিপোর্টার : চার বিভাগের ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো মুন্সি স্কুল স্কোয়াশ টুর্নামেন্টের খেলা। গতকাল কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত আসরের বালক অনূর্ধ্ব-১৪ বিভাগের ফাইনালে এমআইএস সরাসরি ২-০ সেটে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হরিয়ে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের এই বিভাগে পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয় ২-১ সেটে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে সেরার খেতাব জিনে নেয়। বালক অনূর্ধ্ব-১৬ বিভাগের ফাইনালে ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে ইস্পাহানী পাবলিক স্কুলকে এবং বালিকাদের গ্রæপে পর্ষদ বালিকা উচ্চ বিদ্যালয় সমান ব্যবধানে ইস্পাহানী পাবলিক স্কুলকে হারিয়ে শিরোপা জয় করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মাহমুদ। এ সময় পৃষ্ঠপোষক মুন্সি এন্টারপ্রাইজের হেড অব অপারেশন্স ইউসুফ রেজা, স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল ও সদস্য হেদায়েতুল্লাহ তুর্কী উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ