Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেলেন্সিয়ার হ্যাটট্রিকে বড় জয় সাইফের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কলাম্বিয়ান ফরোয়ার্ড ভ্যালেন্সিয়া ওলায়া’র হ্যাটট্রিকে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের বিপেক্ষ বড় জয় তুলে নিলো নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। ঘরোয়া ফুটবলের মর্যদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটাই প্রথম হ্যাটট্রিক। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাইফ ৫-০ গোলে হারায় ব্রাদার্সকে। ভ্যালেন্সিয়া তিন গোল করলে বাকি দু’গোল করেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট ও আরেক কলাম্বিয়ান ফরোয়ার্ড ডেইনার। এই জয়ে ছয় ম্যাচের টানা পাঁচটি জিতে ১৫ পয়েন্ট পেয়ে তালিকার দ্বিতীয়স্থানে উঠে আসলো সাইফ স্পোর্টিং ক্লাব। তাদের একামাত্র হার ঢাকা আবাহনীর বিপক্ষে। সমান ম্যাচে ব্রাদার্স ৫ পয়েন্ট পেয়ে নেমে গেল অষ্টমস্থানে।
শিরোপা জেতার স্বপ্ন চোখে এবারের লিগে নাম লেখায় সাইফ স্পোর্টিং। লক্ষ্য পূরণের ঠিকই এগিয়ে যাচ্ছে তারা। কাল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে গোলের পর গোল পেয়েছে সাইফ। ম্যাচের ৪ মিনিটে প্রথম সুযোগ পায় ক্লাবটি। এসময় বক্সে বল পেয়ে ডান পায়ে শট নেন কলোম্বিয়ান ভ্যালেন্সিয়া। তবে শট নেয়ার সময় তাকে পেছন থেকে ট্যাকল করেন ব্রাদার্সের এক ডিফেন্ডার। এরপরে বেশ ক’টি কর্ণার আদায় করে নিলেও গোলের দেখা পায়নি তারা। ২২ মিনিটে ব্রাদার্সের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সাইফ ফরোয়ার্ড মতিন মিয়া। বল কর্ণারের বিনিময়ে রক্ষা করে ব্রাদার্সের রক্ষণভাগ। জামাল ভুইয়ার কর্ণারে বক্স বল পেলেও রক্ষণের চাপে গোল আদায় করতে পারেনি সাইফ শিবির। এরপর টানা আক্রমণে ছিলো নবাগত দলটি। কিন্তু কিছুতেই ব্রাদার্স রক্ষণদূর্গ ভাঙতে পারেনি তারা। অবশেষে সাফল্য আসলো। গোল পেল সাইফ স্পোর্টিং। ম্যাচের ৪৫ মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে লম্বা পাসে বক্সে বল পাঠান আরিফুল। বল বুঝে নিয়ে সতীর্থের উদ্দ্যেশে পাস দেন মতিন মিয়া। জুয়েল রানার পায়ে বল গেলে তাকে চারদিক থেকে ঘিরে ধরে ব্রাদার্সের ডিফেন্ডাররা। দারুণ দক্ষতায় তাদের কাটিয়ে ভ্যালেন্সিয়ার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন জুয়েল। বক্সে বল পেয়ে বাম পায়ের আলতো টোকায় তা ব্রাদার্সের জালে ঠেলে দেন ভেলেন্সিয়া (১-০)। প্রথমার্ধের ইনজুরি সময়ে জুয়েল-ভ্যালেন্সিয়া জুটির নৈপূণ্য ছিলো দেখার মতো। বল নিয়ে দ্রæত গতিতে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন জুয়েল রানা। ডান পায়ে বল স্কয়ার করে দিলে ফিনিশিং টোকাটা দেন ভ্যালেন্সিয়া। বল পাঠিয়ে দেন জালে (২-০)। ৫৩ মিনিটে সাইফের পক্ষে তৃতীয় গোলটি করেন হেমন্ত ভিনসেন্ট (৩-০)। ৬৪ মিনিটে গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়ে ডান পায়ের দারুণ শটে লক্ষ্যভেদ করে নিজের এবং লিগের প্রথম হ্যাট্রিক পূরণ করেন ভেলেন্সিয়া (৪-০)। ম্যাচের ইনজুরি সময়ে জামাল ভুইয়ার ফ্রি কিক দারুণ হেডে জালে পাঠান ডেইনার (৫-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। একই ভেন্যুতে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ