নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরের প্রথম টেস্টে বাজেভাবে হারের পর লিডসে অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ইংলিশদের ২৫৮ রানের জবাবে গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৭৯ রান করেছে ক্যারিবীয়রা, লিড নিয়েছে ২১ রানের।
কোমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং তোপে প্রথম দিনে ২৫৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বেন স্টোকস করেন সর্বোচ্চ ১০০ রান। রোচ ও গ্যাব্রিয়েল প্রত্যেকে নেন ৪টি করে উইকেট। জবাবে ১ উইকেটে ১৭ রানে প্রথম দিন শেষ করা উইন্ডিজ গতকাল ৩৫ রানে তৃতীয় উইকেট হারিয়ে আবারো বেপাকে পড়ে। এই অবস্থা থেকে দলকে টেনে তুলছেন ওপেনার কার্লোস ব্রেথওয়েট এবং চার নম্বর ব্যাটসম্যান শাই হোপ। ২৪৪ রানের জুটিতে এখনো অবিচ্ছিন্ন আছেন তারা। ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পেয়েছেন হোপ (১২৭*), সপ্তম শতক হাঁকিয়েছেন ব্রেথওয়েটও (১৩৩*)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।