মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মিয়ানমার কর্তৃপক্ষ সন্ত্রাস দমন আইন অনুযায়ী আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি (এআরএসএ)সহ কিছু সশস্ত্র হামলাকারীকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা করেছে। গত শুক্রবার দেশটির সন্ত্রাস দমন কেন্দ্রীয় কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এর আগে মিয়ানমারের রাখাইন রাজ্যে সন্ত্রাসীরা মাংতু, ইয়েথেদং ও বুথিদংয়ে পুলিশ সদরদপ্তরসহ তাদের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়ে ৯ পুলিশকে হত্যা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এসব হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। সরকার তার সকল শক্তি নিয়োগ করে এসব সহিংসতা বন্ধ এবং দুর্বৃত্ত ও তাদের সহযোগীদের বিচারের আওতায় নিয়ে আসবে। এছাড়া রাখাইন রাজ্যের আঞ্চলিক উন্নয়ন, নিরাপত্তা, স্থিতিশীলতা, শান্তি ও আইনের শাসন প্রতিার লক্ষ্যে সরকার বিভিন্ন কমিটি গঠন করেছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।