Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার সীমান্তে রুশ পরমাণু যুদ্ধবিমান

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথভাবে সামরিক মহড়া শুরু করেছে, তখনই নতুন করে জল্পনা উসকে উত্তর কোরিয়ার উপকূলবর্তী সীমানা বরাবর উড়ল রাশিয়ান বোমারু বিমান। এই ঘটনা পিয়ংইয়ংয়ের উত্তেজনাকে আরো একটু উসকে দিল বলেই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের। প্রশ্নটা তাই উঠছে। কারণ যৌথ সামরিক মহড়া শুরু করা সিউল ও ওয়াশিংটনের বিরোধিতা করেছিল মস্কো। সেই বিরোধিতার কথা মাথায় রেখেই নতুন রাজনৈতিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে এই বোমারু বিমানের আনাগোনা, জল্পনা চলছে। মস্কো সূত্রে খবরে বলা হয়, বোমারু বিমান টুপোলেভ-৯৫ এমএস, যা ন্যাটোর কাছে পরিচিত বিয়ারস নামে, এদিন প্রশান্ত মহাসাগর, দক্ষিণ চীন সমুদ্র ও জাপান সাগরের ওপর দিয়ে পাক খায়। আন্তর্জাতিক নৌসীমার ওপর দিয়ে রাশিয়ার বোমারু বিমান যেদিন ঘোরাঘুরি করে, তার দিন কয়েক আগেই যৌথ সামরিক মহড়া নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করে মস্কো। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানাচ্ছে সেই ক্ষোভকে ইঙ্গিত হিসেবে ধরা উচিত ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার। জাপানকেও প্রচ্ছন্নে বার্তা দিতে চেয়েছে রাশিয়া। উত্তর কোরিয়াকে চাপে রাখতে আমেরিকা-দক্ষিণ কোরিয়ার সামরিক নৌ মহড়া যে ব্যর্থ, তা কার্যত বোঝাতে চেয়েছে রাশিয়া বলে মত রাজনৈতিক মহলের। চলতি সপ্তাহের সোমবার থেকে উত্তর কোরিয়ার সতর্কবার্তাকে উপেক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া শুরু করেছে। কোরীয় উপদ্বীপে চলা এই সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৫০ হাজার এবং যুক্তরাষ্ট্রের ১৭ হাজার ৫০০ সেনা অংশ নিয়েছে। আরটি, তাস, রয়টার্স।



 

Show all comments
  • মঞ্জুরুল ইসলাম ২৭ আগস্ট, ২০১৭, ৩:৫৭ পিএম says : 0
    দয়া করে এই যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ