Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়া স্বল্প-পাল্লার তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে গতকাল শনিবার। ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে কয়েক সপ্তাহের চরম উত্তেজনার পর তারা এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। মার্কিন সামরিক বাহিনী একথা জানিয়েছে। খবর এএফপির।
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য যৌথ বার্ষিক সামরিক মহড়া শুরু করার পর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপ অঞ্চলের নৌসীমায় এ ধরনের সামরিক মহড়াকে পিয়ংইয়ং তার নিজ ভূ-খন্ডের ওপর আগ্রাসনের ক্ষেত্রে চরম উস্কানিমূলক কর্মকান্ড হিসেবে দেখছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক কমান্ডের এক মুখপাত্র বলেন, এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি উড্ডয়নে ব্যর্থ হয়। তৃতীয়টি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। তিনি জানান, এসবের একটিও উত্তর আমেরিকা বা মার্কিন প্রশান্ত মহাসাগরীয় ভূ-খন্ড গুয়ামের জন্য হুমকি ছিল না। ক্ষেপণাস্ত্রগুলো কিতায়েরইয়ংয়ের কাছ থেকে উৎক্ষেপণ করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স জানান, উত্তর কোরিয়ার এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক আছেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার কর্মকান্ডের ব্যাপারে প্রেসিডেন্টকে জানানো হয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, স্থানীয় সময় সকাল ৬টা ৪৯মিনিটে (গ্রিনিচ মান সময় ২১৪৯টা) শনাক্ত করা যায়নি এমন কিছু ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং এসব ক্ষেপণাস্ত্রকে জাপান সাগরের দিকে উড়ে যেতে দেখা গেছে। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ