মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ বন্ধ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার সামরিক বাহিনীকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে ট্রাম্প একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার এই আদেশের ফলে নতুন করে তৃতীয় লিঙ্গের আর কোনো ব্যক্তিকে সশস্ত্র বাহিনীতে নিয়োগ দেওয়া হবে না। একইসঙ্গে লিঙ্গ পরিবর্তনসংক্রান্ত কোনো অস্ত্রোপচারে সরকারি তহবিল ব্যবহার না করতেও নির্দেশ দিয়েছেন ট্রাম্প। গত মাসে এক টুইটে ট্রাম্প জানিয়েছিলেন, সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ বন্ধ করবেন তিনি। তার পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেওয়া শুরু হয়। বর্তমানে তৃতীয় লিঙ্গের যেসব ব্যক্তি সামরিক বাহিনীতে কাজ করছেন, তাদের বাহিনতে রাখা না রাখার সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে চূড়ান্ত নেবেন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাট্টিস। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।