Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেরু ভল্লুুককে ভয় দেখানোয় জরিমানা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সাধারণত বন্যপ্রাণী দেখে মানুষ ভীত হয়। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। একটি মেরু ভল্লুুককে ভয় দেখানোর জের ধরে নরওয়ের উত্তরে একজন আর্কটিক পর্যটক গাইডকে ১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। চলতি বছরের মে মাসে একদল পর্যটক স্নো মোবাইল অভিযানে বের হন। তারা হঠাত্ করেই তাদের থেকে ৯০০ মিটার দূরত্বে একটি ভল্লুুক দেখতে পান। সে সময় পর্যটক দলের গাইড ভল্লুকটিকে আরো কাছ থেকে দেখার সিদ্ধান্ত নেন। জায়গাটি ছিল উত্তর মেরু থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সালবার্ড। এখানে প্রায় এক হাজার মেরু ভল্লুকের বসবাস। তবে বিদ্যমান আইনে বলা আছে, মেরু ভল্লুুক পর্যবেক্ষণে এমন ধরনের কাজ করা যাবে না, যাতে এসব প্রাণী বিরক্ত হয়। যথাসম্ভব দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে আইনে। সালবার্ডের স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। ১৯৭৩ সালে এ মেরু ভল্লুুককে সংরক্ষিত প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়। গত ৪০ বছরে এ অঞ্চলে প্রাণীটির হাতে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ