মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। এর ফলে আমেরিকার কোনো ব্যাংক ভেনিজুয়েলার সরকার কিংবা রাষ্ট্র পরিচালিত তেল কোম্পানির সঙ্গে লেনদেন করতে পারবে না। গত শুক্রবার হোয়াইট ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার বেসরকারি খাতের কিছু বন্ড ও সরকারি ডিভিডেন্ডের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিবৃতিতে দাবি করা হয়- প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের অবৈধ শাসনকে সংশোধন করা এবং ভেনিজুয়েলার দুর্নীতিগ্রস্ত অর্থ ব্যবস্থা থেকে আমেরিকাকে রক্ষার জন্য ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এছাড়া, ভেনিজুয়েলার লোকজনকে দারিদ্রের হাত থেকে রক্ষা করা এবং তাদের জন্য মানবিক সাহায্য দেয়াও এ নিষেধাজ্ঞার লক্ষ্য। মার্কিন এ পদক্ষেপের শক্ত জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো। এপি, সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।