Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজায় ২৫ লাখ ডলার সহায়তা জাতিসংঘের

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গাজায় মানবিক পরিস্থিতি মোকাবেলায় ২৫ লাখ ডলার সহায়তা প্রদান করেছে বিশ্ব সংস্থা জাতিসংঘ। যারা পানি, জ্বালানি ও স্বাস্থ্যসমস্যায় ভুগছে তাদের সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। ইসরাইলের অবরোধে আটকা পড়া প্রায় ২০ লাখ মানুষের জন্য সৌর প্যানেল তৈরি, জেনারেটর জ্বালানি ও চিকিৎসা সামগ্রী কেনা হবে এই টাকাতে। গত শুক্রবার মধ্যপ্রাচ্যে সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার ও উন্নয়ন কর্মকান্ডের সমন্বয়ক রবার্ট পাইপার বলেন, গাজায় মানবিক পরিস্থিতি এখনও চলমান। প্রতিদিন সর্বোচ্চ চারঘণ্টা বিদ্যুৎ সুবিধা পাচ্ছে তারা। ফলে বিশুদ্ধ পানি ও নিষ্কাশন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এছাড়া ৪০ শতাংশ প্রয়োজনীয় ওষুধ নেই। অনেক রোগীই প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাচ্ছে না। গাজাকে এখন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার বলা হচ্ছে। গত মাসেই আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি জাতিসংঘ আহ্বন জানিয়েছিলো এই মানবিক পরিস্থিতি মোকাবেলায় যেন তারা এগিয়ে আসেন। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ