Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ দিনের মহড়া গণমুক্তি ফৌজের

চীনের উত্তরে চলছে গুরুত্বপূর্ণ ফায়ার ফোর্স ২০১৭

| প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গণমুক্তি ফৌজের স্থল বাহিনী দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধমহড়া শুরু করেছে। দেশটির উত্তরে এ মহড়া শুরু করা হয়েছে। ফায়ার ফোর্স ২০১৭ নামের ১০ দিনের যুদ্ধমহড়া গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মহড়ায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো অংশ গ্রহণ করছে। মহড়ার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম গানসু প্রদেশের পুন মোতায়েন করার খবর দিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় মহড়া চলছে চীনের ইনার মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলে। সেনা ও সামরিক সরঞ্জাম দূরপাল্লায় পুনঃমোতায়েন সক্ষমতা যাচাই এবং নতুন রণকৌশলের পরীক্ষা করাই এই দুই যুদ্ধমহড়ার উদ্দেশ্য বলে জানান হয়। এ ছাড়া, চলতি বছর চীনা বাহিনী নয়টি বড় ধরনের যুদ্ধমহড়ার পরিকল্পনা করেছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ