মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাবুলে নিহত ১৪
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মসজিদের দরজায় এক হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় আরো হামলাকারী মসজিদ ভবনের ভেতরে আক্রমণ চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে বিগত সময়ে ইসলামিক স্টেট (আইএস) আফগানিস্তানে সংখ্যালঘু শিয়াদের ওপর আক্রমণ পরিচালনা করায়, গতকালের হামলার পেছনে গোীটি জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। রয়টার্স।
উপদেষ্টা বরখাস্ত
ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরেকজন উপদেষ্টা হোয়াইট হাউজ থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন উপদেষ্টা সেবাস্তিয়ান গোরকা। হোয়াইট হাউজ থেকে নিশ্চিত করা হয়েছে, তিনি পদত্যাগ করেন নি। তবে এখন আর হোয়াইট হাউজে কাজ করেন না। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। কয়েকদিন আগেই পূর্বাভাস করা হয়েছিল, হোয়াইট হাউজে সাবেক স্ট্রাটেজিস্ট স্টিভেন ব্যাননকে বরখাস্ত করার পর তারই ঘনি সেবাস্তিয়ান গোরকা রয়েছে পরবর্তী উৎখাতের তালিকায়। সেই পূর্বাভাষই সত্য হলো। ইন্ডিপেন্ডেন্ট।
থাকসিনের কাছে ইংলাক
ইনকিলাব ডেস্ক : চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার অভিযোগের মামলার রায় সামনে রেখে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা দেশে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছেন। ইংলাকের দলের এক সিনিয়র নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। পুয়ে থাই পার্টির ওই নেতা জানান, গত সপ্তাহেই দেশ ছেড়ে সিঙ্গাপুর হয়ে পালিয়ে দুবাই চলে গেছেন ইংলাক। সেখানে তার ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা থাকেন। যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কারাবাস এড়াতে স্বেচ্ছা নির্বাসনে দুবাইতে থাকছেন। তিনি বলেন, আমরা শুনেছি কম্বোডিয়া-সিঙ্গাপুর হয়ে দুবাই গেছেন ইংলাক। তিনি সেখানে নিরাপদে পৌঁছেছেন। থাইল্যান্ডের ডেপুটি পুলিশ প্রধান শ্রীবারা রাঙসিব্রাহ্মণকুল বলেন, ইংলাকের দেশত্যাগ সম্পর্কে কোনো রেকর্ড আমাদের কাছে নেই। তবে বিষয়টি দেখছি। তবে দেশটির ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, ইংলাককে পেলেই আটক করা হবে। রয়টার্স।
বন্যায় নিখোঁজ
ইনকিলাব ডেস্ক : চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে অবিরাম বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ছয়জন নিখোঁজ রয়েছে। গতকাল শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়। প্রদেশটির প্রচার দপ্তর জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দুই বাড়ির ছয়জন নিখোঁজ হয়। ইয়ানজি কাউন্টির শিঝি উপশহরে নদীর পাশে অবস্থিত তাদের বাড়ি বন্যায় ধসে পড়লে তারা নিখোঁজ হয়। খবরে বলা হয়, বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে জাওটং নগরীর ৮টি কাউন্টিতে প্রায় দেড় লাখ লোকের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অঞ্চলে উদ্ধার অভিযান চলছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।